ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবি শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
ঢাবি শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাত

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে হল ছাত্রলীগের সাবেক এক নেতা।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে হলের মেসে (ঐতিহ্য) এ ঘটনা ঘটে।

আহত ওমর ফারুক মেস ম্যানেজার ও চতুর্থ বর্ষের ছাত্র।

ছুরিকাঘাতকারী তালহা যুবায়ের ২০১০-১১ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তালহা নিজেকে হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে পরিচয় দেন।

হল ছাত্রলীগ সূত্রে জানা গেছে, তালহা তার ছোট ভাইকে জোর করে মেসের সদস্য করেছেন। সে প্রতিদিন খাবার রুমে নিয়ে যায়। এ নিয়ে ফারুকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তালহা এসে বিষয়টি নিয়ে ফারুকের সঙ্গে তর্কাতর্কি শুর করে। এক পর্যায়ে ছুরিকাঘাত করে। আহত ফারুককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ফারুক বলেন, আমি ম্যানেজারের দায়িত্বে আছি। তালহা এক শিক্ষার্থীর মাধ্যমে একজনের কার্ড দিয়ে তিনজনের খাবার নিতে চাইলে আমি বাধা দেই। এতে তালহা ডাইনিংয়ে এসে আমার হাতে ছুরি মারে।  

তালহা যুবায়ের বাংলানিউজকে বলেন, ফারুক আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল। সে আগে আমাকে বটি দিয়ে আঘাত করেছে। সেজন্য আমিও আঘাত করেছি।


বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এসকেবি/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।