ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকা অ্যাটাকে গাইবান্ধার পুলিশ সুপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
ঢাকা অ্যাটাকে গাইবান্ধার পুলিশ সুপার

গাইবান্ধা: সুস্থ্যধারার আলোচিত চলচিত্র ‘ঢাকা অ্যাটাক’-এ অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন বর্তমান গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। সিনেমাটিতে তাকে দেখা যায় ডিএমপি’র একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে।

সিনেমার শুরুতেই একের পর এক খুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে কয়েকবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার বৈঠক বসে।

ওই বৈঠকেই পুলিশের চরিত্রে দেখা যায় গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদকে।

সোমবার (০৯ অক্টোবর) বিকেলে গাইবান্ধার তাজ সিনেমা হলে ঢাকা অ্যাটাক দেখতে গেলে বিষয়টি চোখে পড়ে।

এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বাংলানিউজকে জানান, সিনেমাটির সুটিংয়ের সময় তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। এসময় সিনেমাটিতে অতিথি শিল্পী হিসেবে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন তিনি।

তাজ সিনেমা হলে ঢাকা অ্যাটাক দেখতে আসা জেলা শহরের রাব্বি আহম্মেদ বাংলানিউজকে বলেন, সিনেমাটি দেখে অনেক ভাল লেগেছে। এ রকম সুস্থ্যধারার সিনেমা আরও নির্মাণ করা দরকার। এছাড়া সিনেমাটিতে গাইবান্ধার পুলিশ সুপারকে অভিনয় করতে দেখেও ভাল লাগছে।

৬ অক্টোবর ১২৩টি প্রেক্ষাগৃহে ঢাকা অ্যাটাক সিনেমাটি দেশব্যাপী মুক্তি পায়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। রচনা করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী সানোয়ার।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।