ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নীলক্ষেতে ঢাবি অধিভুক্ত শিক্ষার্থীদের অবস্থান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
নীলক্ষেতে ঢাবি অধিভুক্ত শিক্ষার্থীদের অবস্থান নীলক্ষেতে ঢাবি অধিভুক্ত শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ অবস্থানের কারণে নীলক্ষেত মোড় এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।
 

রোববার (০৮ অক্টোবর) সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা এ অবস্থান শুরু করেন।

আন্দোলনকারীদের সমন্বয়ক ঢাকা কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক সরকার বাংলানিউজকে বলেন, গত নয় মাসেও আমরা পরীক্ষার ফল পাচ্ছিনা।

আমাদের সঙ্গের ব্যাচের অন্য কলেজের শিক্ষার্থীরা চাকরিতে যোগদান করছে। অথচ আমরা ফলাফলই পাচ্ছিনা। শিগগিরই আমাদের ফলাফল ঘোষণা করতে হবে।  

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের এখানে এসে ফলাফল দেওয়ার তারিখ ঘোষণা দিলে আন্দোলন বন্ধের বিষয়টি আমরা ভেবে দেখবো’, বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের বাকি দাবিগুলো হলো- ১২শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, অনার্স চতুর্থ ও দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ এবং ঢাবি অধিভুক্ত সাত কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট চালু।
 
ঢাবি অধিভুক্ত সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।