ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৭ কেজি স্বর্ণ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
শাহজালালে ৭ কেজি স্বর্ণ জব্দ শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ যাত্রী আটক- ছবি: বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ওজনের সাতটি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।

শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।  

তিনি বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৬ ফ্লাইটে করে একটি তৈরি পোশাক কারখানার নামে আমদানি করা ৪ রোল (২২ কেজি) একটি কাপড়ের চালান আসে।

চালানটি স্যাম্পল হিসেবে সিঙ্গাপুর থেকে রবিন নামে এক ব্যক্তি পাঠিয়েছেন। বিমানটি শাহজালালে অবতরণের পর কার্গো থেকে শুল্ক গোয়েন্দা সদস্যরা চালানটি আটক করে।

পরে কাপড়ের চালানটি স্ক্যানিংয়ে দিলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এর পরে কাস্টামস হলে এনে সব সংস্থার উপস্থিতে কাপড়ের চালানটি খুলে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা বলেও জানান মহাপরিচালক ড. মইনুল খান।  

বাংলাদেম সময়: ০১৫৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এসজে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad