ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেডল পাম্প উদ্ভাবক নরেন্দ্রনাথ দেব আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
ট্রেডল পাম্প উদ্ভাবক নরেন্দ্রনাথ দেব আর নেই

কুড়িগ্রাম: ট্রেডল পাম্প ও ট্রেডল প্রিন্টিং প্রেসের উদ্ভাবক নরেন্দ্রনাথ দেব আর নেই।

শনিবার (০৭ অক্টোবর) দুপুরে উলিপুর শ্মশানঘাটে (চিতায়) তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

তিনি ১৯২৬ সালের ১৬ নভেম্বর উপজেলার কাশিরখামার গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৭৮ সালে ট্রেডল পাম্প (ঢেঁকিকল) উদ্ভাবন করে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত হন তিনি। এ সময় একটি বেসরকারি সংস্থার ব্যয়ে থাইল্যান্ডসহ একাধিক দেশ ভ্রমণ করেন।

১৯৭৭ সালে তার চিন্তা ও উদ্ভাবনী প্রতিভা দিয়ে ‘ঢেঁকিকল’ আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করেন। দেশের কৃষিখাতে যে বিপ্লব তার অনেকটাই ‘ঢেঁকিকলের’ মাধ্যমে এসেছিল। তার আবিষ্কৃত ঢেঁকিকল শুধু বাংলাদেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে নেপাল, ভিয়েতনাম, ভারত ও থাইল্যান্ডের কৃষকরা ব্যবহার করছেন।

শুক্রবার (০৬ অক্টোবর) রাত ১০টা ২০মিনিটে উলিপুর উপজেলার জোদ্দারপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

উলিপুরের এ প্রাণপুরুষ ৯১বছর কর্মময় জীবনের সমাপ্তি ঘটিয়ে পরপারে চলে যাওয়ায় তার পরিবারসহ উলিপুরবাসী শোকাহত।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।