ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ২৯ ঘণ্টায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ৫ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
রাজধানীতে ২৯ ঘণ্টায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ৫ জনের

ঢাকা: রাজধানীতে ২৯ ঘণ্টায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো  পাঁচজনের।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৫টা থেকে শুক্রবার (৬ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে ট্রেনে কাটা পড়ে ধাক্কায় ফরিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি আহত হন।

পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ঘটনাস্থলেই বাকি চারজনের মুত্যু হয়।  

এর মধ্যে কমলাপুর, বনানীর স্টাফ রোড ও মহাখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় তিনজন এবং আবদুল্লাহপুর কোটবাড়ী এলাকায় রাকিব হোসেন (২৫) নামে একজন প্রাণ হারান।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা যায়নি। তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।  

তিনি আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।