ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় নিহত ২ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
রাজধানীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় নিহত ২ 

ঢাকা: রাজধানীর কমলাপুর ও কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। 

ঘটনা দুটি বৃহস্পতিবার (০৫ অক্টোবর বিকেলে ও শুক্রবার (০৬ অক্টোবর) সকালে ঘটে।   নিহতদের মধ্যে একজনের নাম ফরিদ মিয়া (৪০) জানা গেলেও আরেকজনের নাম জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার(কমলাপুর) ইয়াসিন ফারুক বাংলানিউজকে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে কমলাপুর ৩ নম্বর প্লাটফর্ম সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।  

এছাড়া বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেল টেনের ধাক্কায় ফরিদ মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

শুক্রবার বেলা ২টায় ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এজেডএস/বিএস      
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।