ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোর বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
যশোর বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন  যশোর বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন 

যশোর: ফ্রি ওয়াইফাই সেবার আওতায় আনা হলো যশোর বিমানবন্দরকে। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দরের এক নম্বর ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়াইফাই জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী বলেন, বৃহস্পতিবার (৫ অক্টোবর) যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠেয় চাকরিমেলায় আইসিটি সংক্রান্ত ৩১টি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

আগামীতেও এ ধরনের চাকরিমেলা আয়োজন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠানসহ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে স্থানীয় সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রেসক্লাব যশোরে ফ্রি ওয়াইফাই জোন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী পলক। একইসঙ্গে দ্রুত এ কাজ বাস্তবায়নে তিনি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের পিডি-কে নির্দেশ দেন।  

পরবর্তী সফরে এসে তিনি প্রেসক্লাব যশোরের ওয়াইফাই জোন উদ্বোধন করার ইচ্ছা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।