ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বানারীপাড়ায় ১৬০ বস্তা চাল জব্দ, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
বানারীপাড়ায় ১৬০ বস্তা চাল জব্দ, জরিমানা 

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার একটি গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১৬০ বস্তা চাল জব্দ ও একজনকে ৫ হাজার টাকা জনিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ অক্টোবর) দিনগত রাতে আইন-শৃঙ্খলা বাহীনির সহযোগিতায় উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলুশ্রীতে এ অভিযান চালানো হয়।  

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

তিনি বাংলানিউজকে বলেন, লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের নলুশ্রীর একটি গোডাউনে অভিযান চালিয়ে ১৬০ বস্তায় ২১৮ মন চাল জব্দ করা হয়। এসময় গোডাউনের মাসুম মুন্সী নামে একজনকে আটক করে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (৪ অক্টোবর) খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।