ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শায় হরিণের কস্তুরীসহ পাচারকারী  আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
শার্শায় হরিণের কস্তুরীসহ পাচারকারী  আটক

বেনাপোল(যশোর): যশোরের শার্শা সীমান্ত হরিণের কস্তরীসহ জসিম মিয়া (৩৮) নামে  এক পাচারকারীকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (০৩ অক্টোবর) রাত ৯টায় ওই পাচারকারীকে পোর্টথানা পুলিশে সোপর্দ করে বিজিবি।

আটক জসিম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মালেক মিয়ার ছেলে।

 

শার্শার আমড়াখালী বিজিবি চেকপোষ্টের হাবিলদার নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই যাত্রী মঙ্গলবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। এসময় শার্শার আমড়াখালীতে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে  এই হরিণের কস্তুরী পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে খোঁজ নিয়ে জানা গেছে ওই যাত্রী একজন গ্রাম্য কবিরাজ। তবে তার বিষয়ে বিস্তারিত আরো খোজখবর নেওয়া হচ্ছে।  বুধবার (০৪অক্টোবর) দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, অক্টোবর ০৪,  ২০১৭
এজেডএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।