ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভেজালবিরোধী অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

ঢাকা: রাজধানীর রমনা ও কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে রোববার তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এর মধ্যে রমনার নিউ বেইলি রোডের স্কাই লার্ক রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, নিউ কাকরাইল রোডের হক ব্রেডকে ২০ হাজার টাকা এবং হক বিরানী হাউজ অ্যান্ড রেস্টেুরেন্টের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফ আলী ও র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার নেতৃত্বে বিএসটিআই’র প্রতিনিধিসহ ১১ সদস্যের ভ্রাম্যমান আদালত ওই ভেজালবিরোধী অভিযান চালায়।

বাংলাদেশ সময় : ১৯৪৪ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।