ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুক্তরাষ্ট্র সফরে ৬১টি ফাইল ছেড়েছেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
যুক্তরাষ্ট্র সফরে ৬১টি ফাইল ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিজিটাল মাধ্যমে জরুরি ৬১টি ফাইল ছেড়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার (০৩ অক্টোবর) ওয়াশিংটন থেকে ফোনে বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে গুরুত্বপূর্ণ ৬১টি ফাইল ই-মেইলের মাধ্যমে ছেড়েছেন।

তিনি বলেন, বর্তমান সরকারের ডিজিটালাইজেশনের সুবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জরুরি ফাইলগুলো ই-মেইলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন।

তিনি তা দেখে ফের দেশে পাঠান।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ঢাকায় তার অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন এবং বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছেন।

বর্তমানে তিনি আছেন লন্ডনে। ওয়াশিংটন থেকে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে লন্ডনে পৌঁছেছেন। সেখানে তিনদিন থাকার পর ৭ অক্টোবর দেশে ফিরবেন।  

তিনদিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।