ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘাটে এসে ডুবে গেল ওএমএসের ৩ টন চাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
ঘাটে এসে ডুবে গেল ওএমএসের ৩ টন চাল

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় হাওর পাড়ি দিয়ে নদীর ঘাটে পৌঁছে ওএমএসের (ওপেন মার্কেটিং সেলস) ৩ টন চাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

সোমবার (০২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বালই নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারে থাকা ওএমএসের ৫০ কেজি ওজনের ৬০ বস্তা চাল পানিতে ডুবে যায়।

পরে চালের ডিলার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান শ্রমিকদের দিয়ে পানি থেকে চালের বস্তাগুলো উদ্ধার করান।

শাহজাহান বাংলানিউজকে বলেন, মদন উপজেলা খাদ্য গুদাম থেকে ৩ টন চাল নিয়ে ট্রলারটি গোবিন্দশ্রী বালই নদীর ঘাটে পৌঁছে। ট্রলার থেকে ১২ বস্তা চাল পাড়ে উঠানো হয়। এসময় হঠাৎ ট্রলারটি উল্টে গেলে বাকি ৪৮ বস্তা চাল পানিতে ডুবে যায়। দীর্ঘসময়ের চেষ্টায় শ্রমিকরা চালের ভিজা বস্তাগুলো পাড়ে উঠান।

মদন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজকে জানান, ট্রলার ডুবির খবর শুনেছেন। মঙ্গলবার (০৩ অক্টোবর) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এমএসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।