ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় মধুমতি এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রোববার (০১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সামসুল আলম বাংলানিউজকে জানান, গোয়ালন্দ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভেড়ামারা রেলগেটের কাছে পৌঁছালে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়।

এতে খুলনার সঙ্গে সারাদেশের আপ ও ডাউন লাইনে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চলীয় রেল ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। আশা করছি, দুই-তিন ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করে অন্ততঃ একটি লাইন ব্যবহারযোগ্য করে রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।

এছাড়া রেলগেট এলকায় এ দুর্ঘটনার ফলে ভেড়ামারা থেকে প্রাগপুরগামী যান চলাচল বন্ধ হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৭/আরপডেট:২১৪৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad