ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অসাধু চাল ব্যবসায়ীদের গুদাম সিলগালা করার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
অসাধু চাল ব্যবসায়ীদের গুদাম সিলগালা করার দাবি বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের মানববন্ধনে অংশগ্রহণকারীদের একাংশ। ছবি: শাকিল

ঢাকা: চালের দাম নিয়ন্ত্রণে রাখতে অসাধু ব্যবসায়ীদের গুদাম সিলগালা ও লাইসেন্স বাতিল করার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দলটির নেতারা এ দাবি জানান।  
 
মানববন্ধনে বক্তব্য দেন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, কাজী মাসুদ আহমেদ, মহিব উল্লাহ শান্তিপুরী, মোস্তাক আহমেদ ভাসানী, রাকিবুর রহমান খান চৌধুরী, মো. লিটন হোসেন, আমান উল্লাহ সিকদার, বজলুর রহমান আমিনী, মো. সিরাজুল ইসলাম, শাহিকুল আলম টিটু, হুমায়ুন কবির, মো. সোলেমান মিজু, হুমায়ুন কবির, অলিউল্লাহ চৌধুরী প্রমুখ।

 
 
সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান মো. আশরাফ আলী হাওলাদার বলেন, এক ধরনের অসাধু ব্যবসায়ী চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে বেকায়দায় ফেলতে চায়। তারা অতিরিক্ত চাল মজুদ করে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এই বলে যে, বাজারে চাল নেই। দাম দিয়েই কিনে খেতে হবে।  
 
মজুদকারীদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, চালের বাজার স্থিতিশীল করতে হলে অসাধু ব্যবসায়ীদের গুদাম সিলগালা করতে হবে। বাতিল করতে হবে তাদের লাইসেন্স। তাহলে চালের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আমরা মনে করি।  
 
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।