ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ীতে ২৯বিজিবি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
ফুলবাড়ীতে ২৯বিজিবি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফুলবাড়ীতে ২৯বিজিবি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়ীস্থ ২৯ বিজিবি’র সদর দফতরে কেক কাটা এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উত্তর পশ্চিম রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম (পিএসসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন (পিবিজিএমএস)।

এছাড়া উপস্থিত ছিলেন- ফুলবাড়ী ২৯বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. খন্দকার সাইফুল আলম (পিবিজিএম, পিবিজিএমএস), ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মোর্শেদ, লে. কর্নেল মো. ফয়েজুল ইসলাম, ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. আবুল কালাম আজাদ (এ.এম.ডাবিউ,সি, পি.এস.সি, জি), ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল গাজী সাজ্জাদ (এসপিপি পিএসসি), ফুলবাড়ী ২৯বিজিবির সহকারী পরিচালক মো. সাইদুর রহমান, দিনাজপুর র‌্যাব-১৩ কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল সালাম চৌধুরী, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব, বড়পুকুরিয়া কয়লা খনির মাইনিং জি, এম এটিএম নুরুজ্জামান চৌধুরী, ডেপুটি ম্যানেজার মাসুদ হাওলাদার, বেসামরিক কর্মকর্তা, সিভিল প্রশাসন, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং ব্যাটালিয়ন সদর দফতরের সবস্তরের সৈনিক-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad