ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাঁথিয়ায় তৈরি সরঞ্জামসহ ১৫টি হাত বোমা উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

পাবনা : পাবনার সাঁথিয়া থানা পুলিশ রোববার উপজেলার পিরিহাটি গ্রাম থেকে ১৫টি হাত বোমাসহ আনুমানিক ৫ কেজি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। বোমা তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে লাল টেপ, টিনের কৌটা, স্বর্ণকারদের কাজে ব্যবহৃত সোহাগা, জালে ব্যবহৃত লোহার  কাঠি ও বৈদ্যুতিক তার।



গোপন সূত্রে খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ রোববার বেলা ৩টার দিকে উপজেলার পিরিহাটি গ্রামের তোরাপ হোসেনের বাগান  থেকে পলিথিনে জড়ানো অবস্থায় বোমাগুলো উদ্ধার করে।

সাঁথিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গত কয়েকদিন ধরে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চলছিল। পুলিশের অবস্থান বুঝতে পেরে সন্ত্রাসীরা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম ফেলে সটকে পরে। এব্যাপারে সাঁথিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৯৩৫ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।