ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মান্দায় অটোচার্জার গ্যারেজ মালিক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
মান্দায় অটোচার্জার গ্যারেজ মালিক খুন

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় অটোচার্জার গ্যারেজের মালিক মো. আনিছুর রহমানকে (৫৫) হত্যা করেছে ডাকাতদল। এসময় তারা তিনটি অটোচার্জার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। আনিছুর উপজেলার কসব ইউনিয়নের চকউলি গ্রামের বাসিন্দা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, আনিছুর অটোচার্জার গ্যারেজের মালিক। তার গ্যারেজে ৪টি অটোচার্জার দিয়ে ব্যাটারি চালিত ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতেন আনিছুর। ভোর রাতে কয়েকজনের একটি ডাকাতদল তার গ্যারেজে এসে আনিছুরকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ৩টি অটোচার্জার নিয়ে পালিয়ে যায়।

এসময় রাতের দায়িত্বে থাকা মান্দা থানার টহল পুলিশ এত রাতে তাদের দেখতে পেয়ে থামতে বললে ডাকাত দল অটোচার্জারগুলো ফেলে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশ।

তার নাম শহিদুল ইসলাম (৪৫)। শহিদুল নওগাঁ সদর থানার নবনানী পাড়ার মৃত ছোলেমানের ছেলে। ওসি জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।