ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদ্দাম হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদ্দাম ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জগৎপুর গ্রামের ওবায়েদ আলীর ছেলে।

রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নির্মাণাধীন ৪তলা ভবনের চতুর্থতলায় ওয়েলডিং মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সাদ্দাম।

খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।