ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তেজগাঁওয়ে গার্মেন্টসে আগুন, দেড় কোটি টাকার ক্ষতি

সিনিয়র করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জুন ২০, ২০১০

তেজগাঁও শিল্পাঞ্চলে শনিবার মধ্য রাতে আগুন লেগে একটি গার্মেন্টস কারখানাসহ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

তবে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় সাত কোটি টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হন বলে জানায় ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম।



আগুনে কেউ হতাহত হননি।

দমকল বাহিনীর ঢাকা বিভাগীয় উপ-পরিচালক আব্দুর রশীদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘রাত ১২ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। রাত ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ’

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ২৮ নম্বর তেজগাঁও শিল্পাঞ্চলের তিন তলায় অবস্থিত হংকং ফ্যাশনের কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে ভবনের নিচতলায় বাটারফাইয়ের শো-রুম, ২য় তলায় অপর একটি ইলেক্ট্রনিক্সের শোরুমসহ অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রশীদ জানান, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই তা ভবনটির অন্যান্য ফোরে ছড়িয়ে পড়ে ব্যাপক য়তি ঘটায়।

গভীর রাতের এই অগ্নিকান্ডে শিল্পাঞ্চলে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শত শত শ্রমিক-কর্মচারী সেখানে ভিড় জমায়। এসময় শ্রমিকরা আগুন নেভাতে দমকল কর্মীদের ব্যাপক সহায়তা দেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ভবনটিতে রাতে নৈশ প্রহরী ছাড়া কেউ থাকেন না। তাই কোনও প্রাণহানি ঘটেনি বলেই মনে হচ্ছে। ’

বাংলাদেশ সময় দুপুর ১২৩০ ঘন্টা জুন ২০, ২০১০
এসআরআর/টিএ/একে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।