ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় ২ হাজার বস্তা চাল জব্দ, ৫ গুদাম সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
গাইবান্ধায় ২ হাজার বস্তা চাল জব্দ, ৫ গুদাম সিলগালা

গাইবান্ধা: গুদামে অবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে গাইবান্ধায় হারুন-অর-রশিদ নামে এক ব্যবসায়ীর পাঁচটি গুদাম সিলগালা ও ২ হাজার ২২৬ বস্তা চাল (১১২ মেট্রিকটন) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নগদ ১০ লাখ টাকা জব্দ হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক রেজার নেতৃত্বে ঢোলভাঙ্গা বাজারে হারুন-অর-রশিদ মালিকানাধীন মের্সাস খন্দকার ট্রের্ডাসের পাঁচটি গুদামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  

আশিক রেজার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গুদামে অবৈধভাবে মজুদ করা ৫০ কেজি ওজনের ২ হাজার ২২৬ বস্তা চাল, ৩ হাজার ১৭১টি খালি চটের বস্তা ও নগদ ১০ লাখ ৫৮ হাজার ৬৬৯ টাকা জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় ওই মালিকের নামে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।