ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জমি দখলের চেষ্টায় বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
জমি দখলের চেষ্টায় বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে জখম

নেত্রকোনা: জোরপূর্বক ফসলি জমি দখল নিতে এসে এক বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের প্রভাবশালী লোকজন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের বাগড়া গ্রামেরেএ ঘটনা ঘটে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন দম্পতি ও তাদের ছেলে কলেজছাত্র কাইয়ূম মিয়া বাংলানিউজে এ অভিযোগ করেন।  
হামলায় আহত দম্পতি হলেন- আব্দুল খালেক (৭৫) ও তার স্ত্রী জহুরা খাতুন (৬৬)।

 

কাইয়ূম বাংলানিউজে বলেন, বিকেলে আমাদের প্রতিবেশী প্রভাবশালী প্রতিপক্ষ শামীম মিয়া ও লিটন মিয়া মিলে ফসলি জমি দখল করতে আসেন। তারা মৃত আসন আলীর ছেলে। দখলের সময় বাধা দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাবা-মাকে একা পেয়ে কুপিয়ে জখম করে।  

ঘটনার পর আহতরা যেন হাসপাতালে না আসতে পারে সেজন্য অবরুদ্ধও করা হয়। শেষ পর্যন্ত এলাকাবাসীর সহযোগিতায় মা-বাবাকে হাসপাতালে নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলেও কাইয়ূমের দাবি।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে এ ব্যাপারে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। মামলা পক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad