ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ঢাকা: রেল লাইনের উপরে বসে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সাদিকুল ইসলাম (২৪) নামে এক যুবকের মুত্যু হয়েছে। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ বাংলানিউজকে বিষয়টি জানান।  

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।

তার বাড়ি ঢাকার দোহারে। বাবার নাম সুরুজ মিয়া।

রবিউল্লাহ জানান, নিহত সাদিকুল পেশায় গাড়ি চালক। তিনি মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় থাকতেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রেললাইনের ওপরে বসে সাদিকুল সেলফি তুলতে ব্যস্ত ছিল। এমন সময় ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। রাত সাড়ে আটটার দিকে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।