ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় আগুনে পুড়েছে শ্রমিকের ৩০ ঘর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
আশুলিয়ায় আগুনে পুড়েছে শ্রমিকের ৩০ ঘর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া: আশুলিয়ায় দু’টি শ্রমিক কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০টি ঘর পুড়ে গেছে। এসময় অগ্নিদগ্ধ হয়েছেন মা ও শিশুসহ একই পরিবারের চারজন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ৭ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক ও কাদের মহুরীর মালিকানাধীন দুই শ্রমিক কলোনীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন- নাসিমা বেগম ও তার ৮ মাসের শিশু নাদিম। নাসিমার বোন শান্তা ও বোনের স্বামী সোহেল। এদের মধ্যে শান্তাকে স্থানীয় নারী শিশু হাসপাতালে ও বাকী তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, ধারনা করা হচ্ছে রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।