ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নকল হযযাত্রীর কাছ থেকে আরো ৫৬৪ কার্টন সিগারেট জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
নকল হযযাত্রীর কাছ থেকে আরো ৫৬৪ কার্টন সিগারেট জব্দ শাহজালাল এয়ারপোর্টে জব্দকৃত সিগারেটসহ আটক ২ জন

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নকল হজ্বযাত্রী মো. আজম ও মিসেস শামসুন নাহারের কাছ থেকে ৫৬৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন এর সিনিয়র  এএসপি (জনসংযোগ) তারিক আহমেদ।

বাংলানিউজকে তিনি জানান, চট্টগ্রামের ফটিকছড়ির মো. আজমের কাছ থেকে ৩৩৪ কার্টন মন্ড সিগারেট ও ঢাকার চকবাজারের মিসেস শামসুন নাহারের কাছ থেকে ২৩০ কার্টন ইজি ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

তারা সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৮ ফ্লাইটে সন্ধ্যায় শাহজালালে অবতরণ করেন।

তারিক আহমেদ আরও বলেন, তারা  দুজনই হাজিদের মতো পোশাক ও ব্যাগ নিয়ে শাহজালালে অবতরণ করেন। এরপর শাহজালালের আগমনী ক্যানোপি-২ থেকে সন্দেহজনকভাবে তাদেরকে এপিবিএন এর অফিসে নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে ৫৬৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেট কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

এ দিন সেলিম মিয়া নামে আর এক হজযাত্রীর কাছ থেকে ৩৭০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এসজে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।