ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাথায় গাছের গুড়ি পড়ে শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
মাথায় গাছের গুড়ি পড়ে শ্রমিকের মৃত্যু

বগুড়া: নওগাঁর রানীনগর উপজেলায় মাথায় গাছের গুড়ি পড়ে খায়ের হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের সন্তান।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার  দিকে এ ঘটনা ঘটে।
 
নন্দীগ্রাম পৌরসভার কাউন্সিলর বেলায়েত হোসেন আদর বাংলানিউজকে জানান, বিকেলে নন্দীগ্রাম থেকে তারা কয়েকজন শ্রমিক ট্রাকে গাছের গুড়ি বোঝাই করার জন্য নওগাঁ জেলার রানীনগর উপজেলার আবাদপুকুরে যান।

ট্রাকে গাছের গুড়ি বোঝাইয়ের একপর্যায়ে একটি গুড়ি তার মাথার উপর পড়ে।

এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিবাগত রাত ১০ টার দিকে বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে খায়ের হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এমবিএইচ/এসআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।