ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছিনতাই হওয়া ১৮ মেট্রিক টন চালসহ ট্রাক উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ছিনতাই হওয়া ১৮ মেট্রিক টন চালসহ ট্রাক উদ্ধার

মাদারীপুর: মাদারীপুরের শিবচর থেকে ছিনতাই হওয়া ১৮ মেট্রিক টন চালসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌর এলাকার কলেজমোড় থেকে চালসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে ফরিদপুর বাইবাস সড়ক থেকে চালসহ ট্রাকটি ছিনতাই হয়।

ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মফিজ অ্যাগ্রো ফুড মিল থেকে ১৮ মেট্রিক টন চিনিগুড়া চাল বোঝাই করে ট্রাকটি বরিশালের মরিচপট্টির পূর্ণ গোপাল রায়ের আরতের উদ্দেশে ছেড়ে আসে। ট্রাকটি ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর পৌঁছালে ছিনতাইকারীরা ট্রাকের গতিরোধ করে। এসময় তারা চালকের হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে জানান, ছিনতাইকারীরা রোববার সকালে কলেজমোড়ে চাল নামানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যান। ট্রাকটিতে ১৮ মেট্রিক টন চিনিগুড়া চাল রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।