ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় ওএমএস’র চাল বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
কুষ্টিয়ায় ওএমএস’র চাল বিক্রি শুরু কুষ্টিয়ায় ওএমএস’র চাল বিক্রি শুরু

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ৬ জন ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে সরকারি ওএমএস’র চাল বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় ওএমএস’র চাল বিক্রি উদ্বোধন করেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান।
 
এসময় ওএমএস ডিলার, জেলা প্রশাসন, খাদ্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা এবং চাল নিতে আসা এলাকার নিম্ন আয়ের মানুষ উপস্থিত ছিলেন।

তারা ৩০ টাকা কেজি দরে চাল পেয়ে খুশি। তাদের দাবি আগামীতেও যেন এই চাল বিক্রি অব্যাহত থাকে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, সপ্তাহের শনিবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক হাজার দুইশ’ জনকে মাসব্যাপী ৩০ টাকা কেজি দরে এ চাল দেওয়া হবে। এর জন্য জেলার বিভিন্ন স্থানে ৬ জন ডিলার নিয়োগ করা হয়েছে। প্রতিদিন একেকজন ডিলার দুইশ’ জনের প্রত্যেককে ৫ কেজি করে চাল দিতে পারবেন।
 
তিনি আরো বলেন, চালের অতিরিক্ত দাম বৃদ্ধির এ সময়ে ওএমএস’র চাল বিক্রির সিদ্ধান্ত সময়োপযোগী হয়েছে। তবে এ চাল বিক্রিতে কোনো ডিলার অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।