ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে চালের বাজারে জেলা প্রশাসনের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
ফেনীতে চালের বাজারে জেলা প্রশাসনের অভিযান ফেনীতে চালের আড়তে জেলা প্রশাসনের অভিযান

ফেনী: অস্থির চালের বাজার স্থিতিশীল করার লক্ষ্যে ফেনীর  সর্ববৃহৎ চালের আড়ত তাকিয়া বাজার- ইসলামপুর রোডে অভিযান পরিচালনা করেছে ফেনী জেলা প্রশাসন।

সোমবার (১৮ সেপ্টেম্বর)  অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে নের্তৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এম এনামুল করিম।

 

তাকিয়া বাজার ইসলামপুর রোডের কমলাপট্রির মেসার্স হাজী মহিউদ্দিন চালের আড়তে গিয়ে দেখা যায় চাল নিয়ে চালবাজি।  এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা আড়তের ক্রয় রশিদ পরীক্ষা করে দেখেন মিনিকেট, পারিজা,কাটারি সেদ্ধসহ বিভিন্ন প্রকার চালে ক্রয়মূল্যের চেয়ে প্রতি কেজিতে ৭/৮ টাকা দরে বেশি বিক্রি হচ্ছে।
 
উপরন্তু কম দামে কেনা পুরনো চালও গুদামজাত করে বাড়ানো হচ্ছে চালের দাম।  প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে ক্রয়মূল্যের চেয়ে সমিতির নির্ধারিত মুনাফা  সর্বোচ্চ ২/৩ টাকা যোগ করে চাল বিক্রি করবেন এই শর্তে প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হয়।

এরপর মেসার্স হাজী ছালেহ আহম্মেদ আড়তেও দেখা যায় একই চিত্র। মালিকের ক্রয় রশিদ পরীক্ষান্তে দেখা যায় যে, তিনি এসি আই স্ট্যান্ডার্ড চাল একই দামে ক্রয় করলেও ১ মাসের ব্যবধানে কেজিতে প্রায় ৪ টাকা বেশি দামে চাল বিক্রি করছেন।  এই প্রতিষ্ঠানটিও সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে অনুরূপ শর্তে সেটি খুলে দেওয়া হয়। এরকম অভিযান পরিচালিত হয় মেসার্স জালাল আহম্মেদের আড়তেও।

এ সময় চাল মালিক সমিতি এই মর্মে অঙ্গীকার করেন যে, তারা অবৈধ মুনাফা আদায় করে চালের বাজার অস্থিতিশীল করবেন না।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এম এনামুল করিম বলেল, অসাধু ব্যবসায়ীদের একটি দল সম্পূর্ণ অযৌক্তিকভাবে চালের মূল্য বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ক্রেতারা পড়ছেন কষ্টে। সরকার এ ব্যাপারে কঠোর। জেলা প্রশাসন এ ধরণের ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও এ এস পি হেডকোয়ার্টার খালেদ মাহমুদ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এসএইচডি/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।