ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
কমলগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে সামাদ মিয়া (৩০) নামে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক এ দণ্ড‍াদেশ দেন।  

জানা গেছে, কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের সামাদ প্রায়ই স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করেন।

সোমবার সকালে স্কুলে আসার সময় ওই স্কুল ছাত্রীকে ইভটিজিং করলে স্থানীয়রা সামাদকে আটক করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)  খবর দেন। ইউএনও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ শেষে সামাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, সামাদকে আটক করে কমলগঞ্জ থানার হেফাজতে দেওয়া হয়েছে। নারীর প্রতি এ ধরনের অবমাননাকর ঘটনা যেন আর না ঘটে এ জন্য সবার সামনে রায় ঘোষণা করা হয়েছে। হাতেনাতে অভিযুক্তকে ধরে ফেলায় তিনি এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ