ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সীমান্তে মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি’র মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
সীমান্তে মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি’র মতবিনিময় সীমান্তে মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি’র মতবিনিময়

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে উপজেলার প্রাগপুর ইউনিয়নরে গরুরা স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

এতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রাশেদুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সঈদ আল মসউদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।