ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় রশিদ এগ্রো ফুডে আবারো অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
কুষ্টিয়ায় রশিদ এগ্রো ফুডে আবারো অভিযান

কুষ্টিয়া: চাউলের দাম বৃদ্ধি ও চাল নিয়ে কারসাজির অভিযোগে কুষ্টিয়ার খাজানগরে রশিদ এগ্রো ফুডে আবারো অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাজার মনিটরিং টিম।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, নিয়মিত বাজারে মনিটরের অংশ হিসেবে বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের ‘রশিদ এগ্রো ফুড” চালকলে অভিযান চালানো হয়।

এর আগে সোমবার ১১ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা টাস্কফোর্স টিম রশিদ এগ্রো ফুডের গোডাউনে অভিযান চালায়। অভিযানে গোডাউনে অতিরিক্ত ধান মজুদের প্রমাণ মেলায় মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।