ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওএমএস চালের দাম ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
ওএমএস চালের দাম ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা

ঢাকা: ভোক্তা পর্যায়ে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালের দাম ১৫ টাকা বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণ করেছে সরকার।

রোববার (১৭ সেপ্টেম্বর) খাদ্য অধিদফতরের এক আদেশে এ তথ্য জানিয়ে বলা হয়, ওএমএস খাতে চালের এক্স গুদাম মূল্য প্রতি কেজি ২৮.৫০ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা। এর আগে এক্স গুদাম মূল্য ছিলো ১৩.৫০ টাকা, যা ভোক্তা পর্যায়ে ছিলো ১৫ টাকা।

রোববার থেকে সারাদেশে ওএমএস চালু হওয়ার কথা থাকলেও তা সব জায়গায় চালু হয়নি।

খাদ্য অধিদফতরের পরিচালক (সরবরাহ, বণ্টন ও বিপণন) কাজী নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দাম বৃদ্ধি করা সরকারি সিদ্ধান্ত। ২০১৫ সালে যখন ওএমএস চালু করা হয় তখন চালের বাজার মূল্য ছিল ২৪ টাকা। এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৮-৫০ টাকা। বাজারের সঙ্গে সমন্বয় করে বাড়ানো হয়েছে। বাজার মূল্যের তিন ভাগের দুই ভাগ হয় ওএমএস’র মূল্য।  

সারাদেশে ৬২৭টি কেন্দ্রের মধ্যে ২০৮টি কেন্দ্রে রোববার থেকে ওএমএস-এ চাল বিক্রি শুরু হয়েছে। তবে সোমবার শতভাগ কেন্দ্রে এ কার্যক্রম চালু হবে।

ওএমএস কেন্দ্রে চালের কোনো সংকট হবে না বলেও জানান নুরুল ইসলাম। আর আগের দামেই অর্থাৎ ১৭ টাকা কেজিতে আটা বিক্রি হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭/আটডেট: ২০২২ ঘণ্টা
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।