ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন কৃষ্ণপুর এলাকা থেকে ৯৮ লাখ ১৭ হাজার ৫শ টাকা মূল্যের ১ হাজার ৭৮৫ পিস উন্নত মানের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

কুমিল্লা র‌্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার মেজর সালাউদ্দিন আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, রোববার দুপুর দেড়টায় র‌্যাব-১১, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, শাকতলা, কুমিল্লার একটি বিশেষ দল জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকা হতে মালিকবিহীন অবস্থায় এক হাজার ৭৮৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে।



চোরাচালানের মাধ্যমে আনা উদ্ধারকৃত শাড়ির আনুমানিক মূল্য ৯৮ লাখ ১৭হাজার ৫’শ টাকা।  এগুলো শুল্ক বিভাগে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬১০ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।