ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় চারটি বোমা উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

কুষ্টিয়া: কুষ্টিয়া শহররের পেয়ারাতলা এলাকা থেকে চারটি বোমা উদ্ধার করেছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ।

শনিবার গভীর রাতে বোমাগুলো উদ্ধার করা হয়।



উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে বিস্ফোরকদ্রব্য আইনে কুষ্টিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১২ আগষ্ট শহরের পেয়ারাতলা এলাকার নিজ বাড়ি থেকে হুমায়ন কবীর ওরফে দিকুকে (৩৬) একটি এলজিসহ গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের সময় জানা যায় তার বাড়িতে বোমা আছে। শনিবার রাত একটার দিকে হুমায়নকে সঙ্গে নিয়ে তার বাড়ির নির্মাণাধীন দ্বিতীয়তলার ছাদ থেকে পলিথিনে মোড়ানো চারটি বোমা উদ্ধার করা হয়।

কুষ্টিয়া গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘হুমায়ন অস্ত্র মামলার রিমান্ডের আসামি। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ’


বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।