ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে হাসপাতাল থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
রাজধানীতে হাসপাতাল থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মুগদায় সুরাইয়া হাসপাতালের দ্বিতীয় তলা থেকে নিরাপত্তাকর্মী ডিলন রোজারিওর (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে সংবাদ পেয়ে মুগদা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত ডিলন রোজারিও বাগেরহাট মংলা উপজেলার কালাই নগর গ্রামের লরেঞ্জ রোজারিও সন্তান। তিনি রাজধানীর সবুজবাগ দক্ষিণ বাসাবো এলাকায় থাকতেন।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মৃত ব্যক্তি সুরাইয়া হাসপাতালের নিরাপত্তাকর্মী হিসেবে গত তিনমাস ধরে চাকরি করতেন। বিকেলের দিকে ওই হাসপাতালের দ্বিতীয় তলার ড্রেসিংরুমের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগালো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।  

ধারণা করা হচ্ছে ডিলন আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।