ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
মাধবপুরে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মুখলেছুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাগবাড়ী গ্রামের তারা মিয়ার স্ত্রী মিনারা বেগম (৫০), ছেলে সাদেক মিয়া (২৮) ও তেলিয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খায়রুল আলম বাংলানিউজকে জানান, দুপুরে ২ কেজি গাঁজাসহ ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গেলে তিনি মিনারা খাতুনকে ৬ মাস ও সাদেক মিয়া এবং আব্দুর রাজ্জাককে ২ বছর করে কারাদণ্ড দেন। মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।