ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে জেএমবি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
চিরিরবন্দরে জেএমবি সদস্য আটক

দিনাজপুর: দিনাজপুরে অভিযান চালিয়ে মো. দেলোয়ার মুন্সি (৩৯) নামে এক জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চিরিরবন্দর উপজেলার ঘাটেরপাড় আলোকদিঘি জেবি হাইস্কুল মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

আটক দেলোয়ার মুন্সি নসরতপুর গ্রামের মৃত লছির উদিনের ছেলে।

 

দিনাজপুর র্যাব ক্যাম্প কমান্ডর (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলোয়ার মুন্সিকে আটক করা হয়। দেলোয়ার একজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি'র সদস্য তার বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান মেজর তালুকদার নাজমুছ সাকিব।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad