ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘেরে বিষ দিয়ে ১১ লাখ টাকার মাছ নিধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
ঘেরে বিষ দিয়ে ১১ লাখ টাকার মাছ নিধন ঘেরে বিষ দিয়ে ১১ লাখ টাকার মাছ নিধন

নড়াইল: নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে মাছের ঘেরে বিষ দিয়ে ১১ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শত্রুতার জের ধরে সোমবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল থেকে মাছগুলো মরে ভেসে উঠতে থাকে।

এতে চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে গেছে।
 
ঘের মালিক হোগলাডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম বেগ বাংলানিউজকে জানান, দুই একর ঘেরে চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলেন তিনি। মাছগুলো বেশ বড় উঠেছিল। কিন্তু বিষ প্রয়োগে সব শেষ হয়ে গেছে। এতে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।

প্রায় পাঁচ বছর ধরে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন তিনি। শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার ঘেরে বিষ দিয়েছে বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।