ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে বনজ-ফলদ বৃক্ষ মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
জয়পুরহাটে বনজ-ফলদ বৃক্ষ মেলা শুরু

জয়পুরহাট: জয়পুরহাটে ১০ দিনব্যাপী বনজ ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুধেন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান, জেলা হর্টিকালচার সেন্টারের সহকারী পরিচালক আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

মেলায় বিভিন্ন জাতের বনজ ও ফলদ বৃক্ষের ৩৫টি স্টল স্থান পেয়েছে।

এর আগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।