ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘিওরে বন্যার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
ঘিওরে বন্যার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ ঘিওরের দুই ইউনিয়নে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

মানিকগঞ্জ: বসুন্ধরা গ্রুপের চলমান ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার দুটি ইউনিয়নের এক হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়টিয়া ও বালিয়াখোড়া ইউনিয়নের বন্যার্তদের চাল, ডাল, তেল, চিড়া, গুড়, বোতলজাত খাবার পানি, জরুরি ওষুধ দেওয়া হয়।

বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।


ঘিওরের দুই ইউনিয়নে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণএ সময় স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আআওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহীউদ্দীন, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নীনা রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহাবুবুল আলম জনি উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে মাহাবুব মোর্শেদ হাসান রুনু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার্তদের মাঝে সামর্থ্যবানদের সহায়তার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন। বসুন্ধরা গ্রুপ অত্যন্ত আন্তরিকতার সাথে সেই আহ্বানে সাড়া দিয়েছে। কেননা বসুন্ধরা গ্রুপ কাজ করে দেশ ও মানুষের কল্যাণে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।