ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সহপাঠীদের উদ্যোগে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
সহপাঠীদের উদ্যোগে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে সহপাঠীদের উদ্যোগে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজাম মুনীরা পুলিশ নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।

ইউএনও সিরাজাম মুনীরা বাংলানিউজকে বলেন, উপজেলার বাল্লা রোডের অস্থায়ী বাসিন্দা নূরুল আলমের মেয়ে চুনারুঘাট গার্লস পাইলট হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী সোনিয়া খাতুনকে (১৫) ব্রাহ্মণবাড়িয়ার এক ছেলের সঙ্গে বিয়ে দিতে চান অভিবাবকরা।

কিন্তু এতে সম্মত না হওয়ায় দুপুরে সোনিয়াকে জোরপূর্বক বিয়ে দেয়ার জন্য তার নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় সোনিয়ার সহপাঠীরা বিষয়টি তাকে অবগত করেন।

পরে তিনি ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধের ব্যবস্থা করেন এবং ভবিষ্যতে যাতে এ ধরণের অপরাধমূলক উদ্যোগ না নেন সে বিষয়ে অভিভাবকদের কাছ থেকে মুছলেখা আদায় করেন।

ইউএনও আরও বলেন, সোনিয়ার আরেক জমজ বোন ছিল। তাকেও বাবা-মা বাল্যবিয়ে দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।