ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে বোমা হামলার মামলায় মুফতি হান্নান রিমান্ডে

জেলা প্রতিনিধি, বাগেরহাট, | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের জনসভায় বোমা হামলার বোমা হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে দুই দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তার সাত দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে বাগেরহাট বিচারিক হাকিম মো. নূরনবীর আদালত এ আদেশ দেন।



এর আগে গত ৭ এপ্রিল এ মামলায় হান্নানকে শ্যোনঅ্যারেস্ট দেখানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র খুলনা বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুকুরঞ্জন সমাদ্দার  জানান,  শেখ হেলালের জনসভায় বোমা হামলার সঙ্গে ধর্মীয় মৌলবাদী জঙ্গি সংগঠনগুলোর জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তথ্য উদঘাটনে হান্নানকে রিমান্ডে নেওয়া হয়েছে ।

২০০১ সালে জাতীয় নির্বাচনের আগে ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্ল্াহাট উপজেলার খলিলুর রহমান কলেজ মাঠে শেখ হেলালের নির্বাচনী জনসভায় বোমা বিস্ফোরণে নয় জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হন। এ ঘটনার পর দিন তৎকালীন মোল্লাহাট উপজেলা আ’লীগের সভাপতি চৌধুরী জিয়াউল ইসলাম পান্না বাদী হয়ে ১৬৪ জনকে আসামি করে মামলা করেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ ডিসেম্বর পুলিশ এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। অবশ্য আদালত ২০০৪ সালের ২৯ জানুয়ারি মামলাটি খারিজ করে।

এরপর চলতি বছরের ২১ জানুয়ারি মামলাটি ফের সচল করে সিআইডিতে ন্যস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।