ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাংনী সীমান্তে বিবিজি’র প্রথম পর্যবেক্ষণ চৌকি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বেনাপোল: সীমান্তে পর্যবেক্ষণ চৌকি নির্মাণের পরিকল্পনা অনুযায়ী মেহেরপুর জেলার গাংনীর কাজীপুর সীমান্তে প্রথম চৌকি নির্মাণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিবিজি)।

বিবিজি সূত্র জানায়, দুটি বিওপি’র মাঝখানে একটি করে পর্যবেক্ষণ চৌকি নির্মাণ করা হবে।

এ চৌকিগুলোর উচ্চতা হবে সাড়ে ২৩ ফুট। প্রতিটি নির্মাণে ব্যয় হচ্ছে এক লাখ ৭৫ হাজার টাকা।

চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার, মানব পাচার রোধ ও আন্তঃসীমান্ত সন্ত্রাসী চলাচল প্রতিরোধে চৌকিগুলো থেকে জওয়ানরা সার্বক্ষণিক নজর রাখবেন।

১৯৮৩ সালে ভারত সীমান্ত বরাবর পর্যবেক্ষণ চৌকি নির্মাণ শুরু করে। বাংলাদেশের যশোর জেলার কাবিলপুর সীমান্তের বিপরীতে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার বয়রাতে ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিএসএফ প্রথম চৌকি নির্মাণ করে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।