ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে ইমামের ছুরিকাঘাতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ির বখতপুর গ্রামে ইমামের ছুরিকাঘাতে মজিবুর রহমান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘুমে ব্যাঘাত সৃষ্টি করার জের ধরে বাকবিতণ্ডা ও মারামারির এক পর্যায়ে রোববার সকালে বখতপুরের বায়তুল নুর মসজিদের সামনে এ ঘটনা ঘটে।



নিহত মজিবুর ওই গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে।
 
ুদ্ধ এলাকাবাসী ইমাম হায়দার আলীকে গণপিটুনি দিলে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, সকালে মজিবুর ও আক্কাস আলী বায়তুল নুর মসজিদের সামনের পুকুর পাড়ে বসে গল্প করছিলেন। এ সময় ইমাম হায়দার আলী তার ঘুমের ব্যাঘাত ঘটছে বলে উল্লেখ করে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন। এরই জের ধরে ইমামের সঙ্গে তাদের কথাকাটাকাটি ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে ইমাম ছুরিকাঘাত করলে মজিবুর মারাত্মক আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যাওয়ার পর মজিবুর মারা যান।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।