ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২১ আগস্ট হামলাকারীদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

ঢাকা: ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্বরোচিত গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে।

বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসনা হেনা বেগম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর কাজী আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপনসহ শিক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘২১ আগস্ট শেখ হাসিনাসহ  আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলাকারী এবং বঙ্গবন্ধু পরিবারে হামলাকারীরা একই সূত্রে গাঁথা। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা আগস্ট২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।