ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে স্বর্ণসহ আটক ৩ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
শাহজালালে স্বর্ণসহ আটক ৩ যাত্রী জব্দ হওয়া স্বর্ণের বার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় তিন যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। 

আটরা হলেন- মো. আবুল কালাম, মো. ফাইজুল আলম ও মো. রুবেল।  
 
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মো. মইনুল খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।


 
তিনি বলেন, হংকং থেকে চট্টগ্রাম হয়ে একটি এয়ারলাইন্সে করে ওই তিন যাত্রী সন্ধ্যায় ৭টা ২০ মিনিটে শাহজালালে আসেন। তারা প্রত্যেকে দু'টি করে মোট ছয়টি স্বর্ণবার লুকিয়ে পাচারের চেষ্টা করে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ঢাকা আসার সময় আকাশপথে এসব স্বর্ণ স্থানান্তর করা হয়।

আটক যাত্রীরা বড় কোনো চোরাকারবারের সঙ্গে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। কেননা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা এ স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত হয়েছে। জব্দ হওয়া স্বর্ণ বড় কোনো চালানের অংশও হতে পারে।  

আটক যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া জব্দ হওয়া স্বর্ণের মোট পরিমাণ ৬শ' গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলেও জানান মইনুল খান ।  
 
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এসজে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।