ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে এমিনি এরদোয়ানের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
প্রধানমন্ত্রীর সঙ্গে এমিনি এরদোয়ানের সাক্ষাৎ ছবি: পিআইডি

ঢাকা: মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শন করতে বাংলাদেশে আসা তুরস্কের ফার্স্টলেডি এমিনি এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) গণভবনে সন্ধ্যা ৭টায় বৈঠক শুরু হয়ে সাড়ে ৭টা পর্যন্ত চলে।  এ সময় ফার্স্টলেডির সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুফোগলু।



বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচন হয়। বিপদের মুহূর্তে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সাহায্য দেওয়ায় বাংলাদেশের প্রতি ধন্যবাদ জানান তুরস্কের ফার্স্টলেডি।

এর আগে বিকেল তিনটার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এমিনি এরদোয়ান। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ ৬০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।  

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে ৫টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন এমিনি এরদোয়ান।  

বৃহস্পতিবার ভোরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিনি এরদোয়ানকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকায় পৌঁছে সকালেই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে টেকনাফের উদ্দেশে রওনা দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।