ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক উদ্ধারকৃত স্বর্ণ- বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক থেকে আসা যাত্রী শাখাওয়াত হোসেনকে (৩৯) তিন কেজি স্বর্ণসহ আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

তিনি জানান, মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে আসা যাত্রী শাখাওয়াত হোসেন বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার ব্যাগেজ স্ক্যান করা হয়।

এ সময় ব্যাগের ভেতরে স্বর্ণ জাতীয় ধাতব বস্তুর ইমেজ দেখা যায়। তখন তার ব্যাগ খুলে ভেতর থেকে বাদামি স্কচটেপ পেঁচানো ২টি প্যাকেট থেকে ১০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবার ও ১ কেজি ওজনের ২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৩ কেজি।

সহকারী কমিশনার সাইদুল আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা। যাত্রীকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রী। ঈদের দিন তিনি মালয়েশিয়া যান।  

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭,২০১৭
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।