ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

দিনাজপুর: দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় হিলি বিজিবি’র সিপি ক্যাম্পের গোলঘরে অনুষ্ঠিত বৈঠকে সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই বাহিনীর মধ্যে ফলপ্রসূ আলোচনা করা হয়।

আলোচনায় বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন ও বিএসএফে’র পক্ষে নেতৃত্ব দেন, ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার ডিআইজি টিজি স্মিথ।

 

এ সময় বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন।  

এর আগে হিলি চেকপোস্ট দিয়ে বিএসএফ’র ১০ সদস্যের একটি প্রতিনিধি দলটি বাংলাদেশে প্রবেশ করেন। চেকপোস্ট গেটে বিজিবি কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।  

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তরক্ষী এ দুই বাহিনীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, পারস্পারিক সম্পর্ক উন্নয়নসহ সীমান্তে শান্তি বজায় রাখার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ